
শিবপুর প্রতিনিধি: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন করা হবে। তফসিল ঘোষণার ক্ষমতাশীন আওয়ামী লীগসহ নির্বাচনে যাবার ঘোষণা দেওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে অংশ নিতে নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে অবতীর্ন হয়েছে বিভিন্ন পর্যায়ের অন্তত ১১ জন নেতা। তারা ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নৌকার প্রার্থী হয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে যারা মনোনয়ন কিনেছেন তারা হলেন-
বর্তমান সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বশিরুল ইসলাম বশির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মহিলা আওয়ামী লীগ নেত্রী মোহসীনা জান্নাত রিমি, সাবেক এমপি প্রয়াত রবিউল আওয়াল খান কিরণের ছেলে ফজলে রাব্বি খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল কবির সাহিদ ও মাসুদ হায়দার।