• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে সড়কে ঝড়লো শিক্ষকের প্রাণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫৯ পিএম
পলাশে সড়কে ঝড়লো শিক্ষকের প্রাণ
অনিল চন্দ্র দেবনাথ

নাসিম আজাদ : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজির ধাক্কায় অনিল চন্দ্র দেবনাথ (৭২) নামে এক অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধায় ঘোড়াশালের পৌর অডিটোরিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিল চন্দ্র দেবনাথ ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত যোগেশ চন্দ্র দেবনাথের ছেলে।

স্বজনরা জানান, শুক্রবার সন্ধার দিকে নিজ পাইকসা গ্রামের নিজ বাড়ি থেকে ঘোড়াশালের উদ্দেশ্য বের হন অনিল চন্দ্র দেবনাথ। পরে সন্ধা ৬টায় ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামের সামনের রাস্তার একপাশ দিয়ে হেটে যাচ্ছিলেন তিনি। এসময় পলাশ থেকে ছেড়ে আসা একটি সিএনজি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এব্যাপার ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাইবুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত একজনের খবর জানতে পেরেছি। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ