স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহিদ, বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা দিবস উদযাপনে শিবপুরের কামারটেকে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল- আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উল্লেখযোগ্য।
সকাল ১১টায় একাডেমি প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রধান।
প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক হলধর দাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সজল কুমার পাল, সরকারি প্রধান শিক্ষক পারভেজ আযম, সরকারি প্রধান শিক্ষক বুলবুল ইসলাম, সহকারী শিক্ষক যথাক্রমে আয়েশা খাতুন, শাহিদা আক্তার, সাবিনা আক্তার, অভিভাবক আবুল কালাম ও মোহাম্মদ আবু তালেব।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।