স্টাফ রিপোর্টার: নরসিংদীর মেঘনা নদীতে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মধ্যে অপর ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর শিক্ষার্থী সহিদুল ইসলাম মাহফুজ (১৭)র মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। শনিবার সকাল ১১ টায় আলোককবালী ইউনিয়নের বকশালীপুরের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুর ২ টার দিকে নিখোঁজ গালিব (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়। মো. গালিব মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িপাড়া গ্রামের পত্রিকার এজেন্ট আজিজুল হকের ছেলে। সহিদুল ইসলাম মাফফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। তারা সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও পরিবার সুত্রে জান যায়, বার্ষিক পিকনিকের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ইঞ্জিনচালিত নৌকায় মাদ্রাসার শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়। পরে তারা বিকালে ফুটবল খেলা শেষে ৫ টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নামার পর দুই ছাত্রক নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে পাওয়া যায়নি। পরে দুই শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করা হয়।