• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরার ৩ যুবদল নেতাসহ ৪জন গ্রেফতার নরসিংদীতে 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৮ পিএম
রায়পুরার ৩ যুবদল নেতাসহ ৪জন গ্রেফতার নরসিংদীতে 
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়ার সময় ৩ জন যুবদল নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চিনিশপুরের দলীয় কার্যালয়ের গেইটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক নূর আহাম্মেদ চৌধুরী মানিক, সদস্য সচিব হুমায়ুন কবির, রায়পুরা পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সামসুজ্জামান ও জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লা। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে কার্যালয়ের ভেতরে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করছিলেন খায়রুল কবির খোকন। আগামী ১০ ডিসেম্বরে ঢাকার সমাবেশে দলীয় নেতাকর্মীদের করণীয় নিয়ে সভায় আলোচনা হয়।

এ সময় বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে ওই সমাবেশ সংশিষ্ট পোষ্টার-ব্যানার বুঝিয়ে দেওয়া হয়। রাত ৮টার দিকে রায়পুরা থানা যুবদলের আহবায়ক নূর আহাম্মেদ চৌধুরী, সদস্য সচিব হুমায়ুন কবির ও রায়পুরা পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সামসুজ্জামান হাতে পোষ্টার-ব্যানার নিয়ে ওই মিটিং থেকে বের হন। এ সময় কার্যালয়ের গেটের সামনে থেকে উঁৎ পেতে থাকা পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেন, 'পুলিশকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে একের পর এক গায়েবি, মিথ্যা ও বানোয়াট মামলা দিচ্ছে। এসব মামলায় আমাদের উল্লেখযোগ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, যাতে আগামী ১০ ডিসেম্বর আমরা মহাসমাবেশ সফল করতে না পারি।'

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, পুলিশ বাদী হয়ে করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার তাদেরকে নরসিংদীর আদালতে পাঠানো হয়।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ