স্টাফ রিপোর্টার: নরসিংদী পাঁচটি নির্বাচনী আসনে মোট ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন সোমবার (৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম স্বাক্ষরিত বৈধ প্রার্থীদের তালিকায় এ তথ্য জানান।
এর আগে পাঁচটি নির্বাচনী আসনে ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন সোমবার (৪ ডিসেম্বর) বিভিন্ন অনিময় ও তথ্য গোপন করার দায়ে মোট ছয় জনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে নরসিংদী-১ (সদর) আসনে একজন, নরসিংদী-(পলাশ) আসনে ৭ জনের মধ্যে ৭ জনই বৈধ প্রার্থী হিসেবে গণ্য হয়। নরসিংদী-৩ (শিবপুর) আসনে দুইজনের মনোনয়ন বাতিল হয়। নরসিংদী-৪ (মনোহরদী বেলাব) আসনে একজন ও নরসিংদী-৫ (রায়পুর( আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়।
নরসিংদী-১ (সদর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়। তিনি হলেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান। বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন।
নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে। তাদের সকলেই বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ মৃধা ও গণফোরাম প্রার্থী মো. মাহফুজুর রহমান। যাচাই-বাছাই শেষে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৮ জন।
নরসিংদী-৪(মনোহরদী-বেলাব) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে তাদের মধ্যে মাত্র একজনের মনোনয়ন বাতিল হয়। তিনি হলেন বাংলাদেশ কংগ্রেসের মো. হারুন অর রশিদ। শুনে বৈধ প্রার্থীর সংখ্যা পাঁচজন।
নরসিংদী-৫ (রায়পুরা) এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তাদের মধ্যে দুজনের মনোনয়ন বাতিল হয়। তারা হলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বিটু মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার। দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় রায়পুরা আসনে বৈধ প্রার্থীর সংখ্যা এসে দাঁড়ায় ৮ জনে।
যাচাই-বাছাই শেষে জেলার পাঁচটি নির্বাচনী আসনে মোট ৪৩ জনের মধ্যে ৩৭ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়।