হলধর দাস : আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হয়রানি ও লাঞ্ছিতকরণের প্রতিবাদে কলেজ শিক্ষক পরিবার (কশিপ) নরসিংদী বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণ করেন কশিপ এর সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, নরসিংদী আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও কশিপ এর সহ-সভাপতি নজরুল ইসলাম, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন, আব্দুর মান্নান ভূইয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন, পাবলিক কলেজের অধ্যক্ষ ফজলুল হক, রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাত হোসেন সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও প্রভাষকবৃন্দ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বক্তব্য রাখেন।