
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবছর টানা নয় দিনের ছুটির উপভোগ করছে। ঈদুল ফিতরের এই দীর্ঘ ছুটিকালীন সময়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদের নির্দেশনা মোতাবেক নরসিংদী জরুরী সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর নরসিংদী কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের টানা ৯ দিনের ছুটিকালীন সময়ে নরসিংদী সদর উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং নরসিংদী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জরুরি সেবা চালু রাখা হয়েছে। গত ২৮ শে মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন পরিবার পরিকল্পনা সেবা,গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.কে. এম. মুনিম আহাম্মেদ সজীব জানায়,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নরসিংদীর উপপরিচালক শেখ শাহীদুজ্জামান স্যারর সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের নরসিংদী সদর উপজেলার সকল জরুরী সেবা চালু রাখা হয়েছে। উপজেলায় ১৪টি ইউনিয়ন, ২টি পৌরসভায়, একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে জরুরি সেবা চালু রয়েছে। সেবা গ্রহীতাদের সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।