• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে ঈগলের সমর্থকের উপর নৌকার সমর্থকদের হামলা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০৭ পিএম
মাধবদীতে ঈগলের সমর্থকের উপর নৌকার সমর্থকদের হামলা 

মকবুল হোসেন: আজ মঙ্গলবার সকালে মাধবদী বাজারের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সোহেল ট্রেডার্সের মালিক মোঃ সোহেল বিন ইসলাম এর উপর হামলা করে সোহাগ মাহমুদের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থকেরা। 

এসময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকা লোকজনের বাঁধায় বড় ধরনের কোনো ক্ষতি করতে না পেরে  হুমকি দিয়ে হা মলাকারীরা চলে যায় । খোজ নিয়ে জানাযায়  সোহেল বিন ইসলামের ছোট ভাই নুরালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি  ফয়সাল বিন ইসলাম তার পরিবারের লোকেরা গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ কামরুজ্জামান কামরুলের ঈগলের সমর্থক ছিল।

অপরদিকে মাধবদী  শহর  যুবলীগের সাধারণ সম্পাদক হাজী ইলিয়াসের পরিবারের লোকেরা নৌকার সমর্থক ছিল, ভোটের দিনই তাদের দুই পরিবারের মধ্যে নৌকা আর  ঈগলের  প্রচারণা নিয়ে গন্ডগোল হয়েছিল।

এরই  জের ধরে  আজ  সকাল সোয়া ১১ টায় সোহাগের নেতৃত্বে ফয়সাল বিন  ইসলামের বড় ভাই সোহেলের সুতার দোকানে হামলা  চালায়। দোকানে থাকা ব্যবসায়ীদের  বাঁধার মুখে তারা চলে যায়।

সংবাদ পেয়ে নরসিংদী সদর ১ আসনের   স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু ও মাধবদী পৌরসভার হাজী মোশারফ হোসেন প্রধান মানিক দলীয় নেতাকর্মী নিয়ে সোহেল বিন ইসলামের গতিতে উপস্থিত হন। ফয়সাল বিন ইসলাম মাধবদী বাজারের প্রবীন  ব্যবসায়ী হাজী নুর ইসলামের ছেলে ।

হাজী নূর ইসলাম মাধবদী  বাজার মার্চেন্ট এ্যাসোসিয়েশনে নির্বাচিত সদস্য। এদিকে মাধবদী  মার্চেন্ট এসোসিয়েশনের  জেনারেল সেক্রেটারি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন দুই পক্ষকে ডেকে বণিক সমিতির অফিসে এনে মিলিয়ে দিবেন বলে জানান। বাজারের নিরীহ ব্যবসায়িরা বলাবলি করছে মাধবদী বাজারে এমন ঘটনা কখনো ঘটে নাই। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ