মনোহরদী প্রতিনিধি: নরসিংদী জেলা যুবদলের সদস্য আবুল কাশেম আকন্দকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়ি থেকে র্যাবের গাড়িতে তাকে তুলে নেওয়া হয়। আবুল কাশেম আকন্দ হাফিজপুর গ্রামের আব্দুল কুদ্দুস আকন্দের ছেলে এবং চালাকচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
শুক্রবার র্যাব-১১ এর নরসিংদী কম্পানী কমান্ডার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'যুবদল নেতা কাশেমের বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় র্যাবের একটি দল কাশেমকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।'
রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গ্রেফতার দেখানো হয়েছে দাবি করেন কাশেমের স্ত্রী জুয়েনা আক্তার।
তিনি বলেন, ‘আমার স্বামীর যে নামে যে মামলা রয়েছে সেটা বানোয়াট। রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অতি দ্রুত তাঁর মুক্তি চাই।’