নাসিম আজাদ: সহিংসতামুক্ত ও শান্তি-সম্প্রীতিময় এলাকা গড়ার লক্ষ্যে নরসিংদীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের প্রশাসনিক ব্যাবস্থার সর্বনিন্ম স্তর হলো ইউনিয়ন পরিষদ। এটি সাধারণ জনগণের একেবারে দোরগোড়ার প্রতিষ্ঠান।স্থানীয় পর্যায়ে জনসাধারণ কোন সমস্যার মুখোমুখি হলে প্রথমেই ছুটে যান ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে। তাই এই প্রতিষ্ঠানটির নির্নাচনকালীন সময়ের ঘটনাবলি স্থানীয় পর্যায়ে সামাজিক - রাজনৈতিক সম্প্রীতির চরিত্রই ফুটিয়ে তোলে।
গত ১০ ফেব্রুয়ারী দেশের ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম ইউনিয়ন পরিষদের নির্বাচনের সমাপ্তি ঘটে। মোট আটটি ধাপে ৪ হাজারের অধিক ইউপিতে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২১ সালের মার্চে প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে কেন্দ্র করে দেশের নানা স্থানে সংঘাত ও সঘর্ষের ঘটনা ঘটতে থাকে। প্রায় প্রতিদিনই পত্রিকার পাতায় কোনো না কোনো এলাকার নির্বাচনী সহিংসতার খবর প্রকাশিত হয়েছে। রক্তক্ষয়ী নির্বাচনী সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে,আহত হয়েছে প্রায় চার হাজারের মতো।
নরসিংদী জেলাতেই নিহত হয়েছেন ১৫ জন,ঝিনাইদহ ও বগুড়ায় নিহত হয়েছে ৭ জন করে।আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থী এবং মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৈঠকে উঠে এসেছে মাদক, নরসিংদীর টেটাযুদ্ধ,চুরি, ডাকাতি, নারী নির্যাতন ও ধষর্ণ সহ বিভিন্ন অপকর্মের দিক গুলো।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি)বিকেলে নরসিংদীর রাঁধুনি হোটেল এন্ড হোটেলের কনফারেন্স রুমে পিস ফ্যাসেলেটেটর গ্রুপের(Peace Facilitator Group. PFG)আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন, পি এফ জি নরসিংদী জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, পি এফ জি সদস্য মোজাম্মেল হোসেন,পি এফ জির কো-অর্ডিনেটর ময়মুনা আক্তার রুবি ও জিল্লুর রহমান।
পিএফজির সমন্বয়ক সাংবাদিক হলধর দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, সাংবাদিক মন্জিল এ মিল্লাত, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, পি এফ জির সদস্য সাংবাদিক নাসিম আজাদ, নরসিংদী পৌরসভার কাউন্সিলর রোমানা ফেরদৌস মনিরা,ইয়াছমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইয়া, শহীদুল্লাহ্ খন্দকার সহ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা সহিংসতা প্রতিরোধে সহাবস্থান নিশ্চিত করণ, ইতিবাচক রাজনৈতিক সাংস্কৃতি নির্মাণের লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণের সুন্দর, সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার উপর মতামত ব্যক্ত করেন।