• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন পলাশ থানা সেন্ট্রাল কলেজে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৩০ পিএম
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন পলাশ থানা সেন্ট্রাল কলেজে
আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পলাশের পারুলিয়া মোড়ে অবস্থিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজী।

কলেজের বাংলা বিভাগের প্রভাষক শহিদুল হক সুমনের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রভাষক আনিছা আনার, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুনসহ আরো অনেকে। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে পশ্চিমা হায়েনারা ভেবে দেখলো বাংলাদেশকে হাতে নিতে হলে এদেশের বুদ্ধিজীবীদের শেষ করে দিতে হবে।

তাদের পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে দেশের বুদ্ধিজীবী হিসেবে শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, কবি লেখকদের ধরে এনে মিরপুরের রায়ের বাজারে বদ্ধভূমিতে নির্মমভাবে হত্যা করে।

পশ্চিম পাকিস্তানের হায়েনারা তাদের নির্মমভাবে হত্যা করলেও দেশের মুক্তিকামী জনতার কাছে তারা হার মানতে বাধ্য হয়।

ফলে ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত হয় সোনার বাংলা। মুক্তিযোদ্ধাদের ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ