হলধর দাস : নরসিংদীতে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসক, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের পক্ষে তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির পক্ষে মনজুর এলাহী, নরসিংদী পৌর প্রশাসক মৌসুমি সরকার রাখী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে সুজন সুশাসনের জন্য নাগরিকসহ সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অন্যান্য ব্যক্তিবর্গ।
পরে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান ও জেলা মুক্তিযোদ্ধার কমান্ডের আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার।
মহান বিজয় দিবস উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল: নরসিংদী পৌর পার্কে বিজয় মেলা, জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন, জেলার বিভিন্ন সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শিশু একাডেমি- শিল্পকলা একাডেমি-বাঁধনহারা কর্তৃক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মসজিদ-মন্দির ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র, শিশু ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার সরবরাহ, বিকেলে কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও কাবাডি প্রতিযোগিতা এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দাবা প্রতিযোগিতার আয়োজন ।