![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
আবুল কাশেম: নরসিংদী সদর উপজেলার আলোকবালী বাজারের একটি মুদি দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভিবিন্ন কোম্পানির সিগারেট এর কার্টুন, মোবাইল রিচার্জ,এমবি কার্ড ও নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে আলোকবালী বাজারে হাবিবুল্লাহ স্টোরে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক হাবিবুল্লাহ জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি।
সকালে তিনি দোকান খুলতে গিয়ে দেখতে পান তার দোকানের টিন কাটা পরে বিষয়টি তিনি বাজারের মালিক শাজাহান চৌধুরীকে জানান। পরে তিনি বাজার কমিটির সভাপতি সেক্রেটারি এবং স্হানীয় ইউপি সদস্য কে টেলিফোনে অবহিত করেন।
দোকান মালিক বলেন, আমার দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। বাজারের সভাপতির সাথে আলাপ করে মামলা করবো।
বাজারের নৈশপ্রহরী গুল্লি মিয়া জানান, রাতে দোকানটির পাশের গলিতে পাহারা দিচ্ছিলেন তিনি। রাতে ঘুরে দেখে গেছেন সব কিছু ঠিকঠাক আছে। তবে চুরি কোন সময় হয়েছে এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি নৈশপ্রহরী।
আলোকবালী বাজার কমিটির মালিক শাজাহান চৌধুরী জানান, বাজারের নৈশপ্রহরী পাহারাদার ছিলেন। তারপরও কিভাবে চুরির ঘটনা ঘটল বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।।