মকবুল হোসেন : শেখেরচর বাজার বণিক সমিতির উদ্যোগে ৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শেখেরচর বাজার ধুমকেতু মাঠে এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে শেখেরচর বাজার বণিক সমিতি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজি রশিদ নওশের।
শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি বোরহানউদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ মিরাজুল হক প্রধান এর সঞ্চালনায় এসময় সহ-সভাপতি মোঃ ইফতেখার বাবলা, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির রাসেল, সহ সম্পাদক আল -আমিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রুবেল, সহ-সাংগঠনিক মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান মিয়া, সহ কোষাধ্যক্ষ শাহীন মিয়া, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম শাওন, সহ ক্রীড়া সম্পাদক রিফাত আহমেদ ঋভু, কার্যকরী সদস্য মোঃ মনিরুজ্জামান ও বণিক সমিতির অন্যান্য সদস্য সহ বাজারের ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি সেইসব অকুতোভয় বীর সেনাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ শিলমান্দি ইউনিয়ন শাখার আমীর ও শেখেরচর বাজার বণিক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক জহির আহাম্মদ।
পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।