স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় সায়মা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলার দড়িসাপমারা গ্রামের নিজ ঘরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত সায়মা আক্তার রায়পুরা উপজেলার দড়িসাপমারা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার মেয়ে এবং আরএম স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত সায়মা আক্তার নবম শ্রেণীতে পড়ে। বাড়ি থেকে তার বিয়ের কথাবার্তা চলছিল। এই বিয়েতে তার মতামত আছে বা নাই এমন কিছুই সে না জনিয়ে বুধবার সকালে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের মামাত ভাই শ্যামল জানান, পারিবারিক ভাবে বিয়ের কথা চলছিল তার। কিন্তু কাউকে কিছু না বলে সে কেন এমন কাজ করল আমরা বুঝতে পারছিনা। কারো সাথে কোন সম্পর্কের কারনে এমনটা হয়েছে কিনা জানতে চাইলে তিনি এই ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
রায়পুরা থানার এসআই হামিম মোহাম্মদ তারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেচানো মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের আলোচনা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।