![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
আবুল কাশেম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে নরসিংদী জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। এরই অংশ হিসেবে আজ ৭ই মার্চ সকাল এগারোটায় নরসিংদী পৌরসভার গেইট সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগ, নরসিংদী শহর আওয়ামী লীগ, নরসিংদী পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন। নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদকে।
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন উপলক্ষে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বিকশিত করার লক্ষে, সচেতন হয়ে কাজ করার কথা বলেন উপস্থিত নেতৃবৃন্দ। পুস্তক অর্পনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মুহাম্মদ আলী,যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু,পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি সুজিত কুমার সাহা ও সাধারণ সম্পাদক হোসাইন লিটন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।