• নরসিংদী
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে দোকানে চুরির মামলার আসামি গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪২ পিএম
বেলাবতে দোকানে চুরির মামলার আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত চোর

স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাজারের জনতা সুপার মার্কেট'র দ্বিতীয় তলায় তিনটি দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত চোর মনিরুজ্জামান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরিকৃত আংশিক মালামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।

এর আগে বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এর গাছা থানার দক্ষিণ খাইলকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামান নড়াইল জেলার কালিয়া থানার হাড়িভাঙ্গা এলাকার মোঃ শামসুর রহমানের ছেলে। বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন এর গাছা থানার দক্ষিণ খাইলকুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর সকালে বেলাব থানার বারৈচা বাজারের জনতা সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় তিনটি দোকানে চুরি হয়। এসময় দুটি সেলাই মেশিন, ১১০ জোড়া ব্র্যান্ডের জুতা এবং বিভিন্ন পরিধেয় বস্ত্র ও নগদ ৫০ হাজার টাকাসহ মোট ১২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়।

এই ঘটনায় দোকানের কর্মচারী মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামানকে আসামি করে বেলাব থানায় মামলা দায়ের করা হয়। 

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ