• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর চরাঞ্চলে দুই দিনব্যাপী বইমেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০১ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩২ এএম
নরসিংদীর চরাঞ্চলে দুই দিনব্যাপী বইমেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত 

আবুল কাশেম "পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই," এই স্লোগানকে সামনে রেখে হয়ে গেল আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা ও গুণীজন সংবর্ধনা ২০২৪।

বইমেলা উপলক্ষে  আলোকবালী হাই স্কুল মাঠ সেজেছে বাহারি রঙ্গে ,পাঠকদের আকৃষ্ট করতে সাজানো হয়েছে বিভিন্ন কারুকাজে । সকালে পাঠকদের উপস্থিতি কম থাকলেও বিকাল হতেই বাড়তে থাকে পাঠক ও দর্শনার্থীদের সংখ্যা। শিশুরা  আসছে তাদের বাবা মায়ের সাথে পছন্দের বই কিনতে ।প্রত্যন্ত চরাঞ্চলে এমন বই মেলা দেখে খুশি পাঠকরা । দর্শনার্থীদের তুলনায়  বই বিক্রি করতে না পারায় নাখোশ স্টল মালিকরা।

গত বুধবার (২৮ শে ফেব্রুয়ারি) সকাল দশটায় নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দুইদিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয় আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা স্পেন প্রবাসি আল আমিন মিয়া।

শেষ হয়  বৃহস্পতিবার সন্ধ্যায়। বীর মুক্তিযোদ্ধা শাহালম চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক আবুল কাশেম ও সাকিবুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকবালী হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, আলোকবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা পারভীন ঝুমা আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফ চৌধুরী,আবু কাউসার মিয়া, আব্দুল জলিল, সাখাওয়াতুল হক, হাফেজ মাওলানা আবদুল্লাহ, নাজমুল হুদা, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কাউসার আলম, ফোরকান সরকার, মাইদুল ইসলাম,জাফর ইমাম,আবু জয়নব সাদ্দাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, সালাউদ্দিন, হুমায়ূন কবির, এনামুল হক, মাসুদ রানা দিপু ,সুমন , নাসরিন জাহান প্রমুখ। উক্ত সংগঠনের ছায়া সংগঠন আলোকবালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে দুই দিনে প্রায় ৫০০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়।মেলা উপলক্ষে আলোকবালী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় , কোরআন তেলাওয়াত, হাম নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান।আজ শেষ দিন বিকাল তিনটায় গুনিজন সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

আলোকবালী হাইস্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা বাল্যবিবাহ শিক্ষা অর্জনের ক্ষেত্রে অন্তরায়"পক্ষে বিপক্ষে যুক্তি গুলো মনযোগ সহকারে উপভোগ করেন উপস্থিত অতিথি বৃন্দ।আলোকবালী ইউনিয়ন থেকে ১২ জন বিসিএস ক্যাডার কে উক্ত সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন  নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা: দিলিপ কুমার রায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোঃ মোশারফ হোসেন।
 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তামিম আবু বকর বলেন, আলোকবালী ইউনিয়নে মোট ১২ জন বিসিএস ক্যাডার হয়েছেন,এটা নিঃসন্দেহে আমাদের ইউনিয়নের জন্য বড় প্রাপ্তি। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে আমাদের এই আয়োজন, এতো ব্যস্ত সময়ের মধ্যে গুণীজনেরা আমাদেরকে সময় দিয়েছেন এ জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও আপনাদেরকে পাশে পাবো এটাই প্রত্যাশা রাখি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ