• নরসিংদী
  • শুক্রবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

স্ত্রীকে আগুন দেয়ার পর নিজের শরীরে আগুন : অবশেষে মারা গেলেন ডিভোর্সী স্বামীর 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৩ এএম
স্ত্রীকে আগুন দেয়ার পর নিজের শরীরে আগুন : অবশেষে মারা গেলেন ডিভোর্সী স্বামীর 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ডিভোর্স দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে ডাক্তার স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার পর  নিজের শরীরে আগুন লাগিয়ে  অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে ডিভোর্সী স্বামী মো. খলিলুর রহমান (৩২)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নরসিংদীর রায়পুর উপজেলার মরজালের ব্রাহ্মনের টেক এলাকায় স্ত্রী মোছা. লতা আক্তার (২৭) এর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডিভোর্সি স্বামী খলিলুর রহমান। পরে সে তার নিজের শরীরে আগুন লাগায়। অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রী দুই জন  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় স্বামী খলিলুর মারা যায়।

নিহত খলিলুর রহমান গাজীপুর কাপাশিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলীর ছেলে। অপরদিকে অগ্নিদগ্ধ ডা. লতা আক্তার রায়পুরা উপজেলার মরজাল ব্রাহ্মনের টেক এলাকার মফিজুর রহমানের মেয়ে। সে নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

পরিবার ও স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রেহানা বেগম জানান, গুরুত্বর অগ্নিদগ্ধ ডা. লতা আক্তার  কয়েক বছর আগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বর্তমানে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২ বছর আগে নিজের পছন্দে গাজীপুরের কাপাশিয়া উপজেলার বেলাশী এলাকার আতর আলীর ছেলে খলিলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের বেশ কিছুদিন পর ডা. লতা জানতে পারেন খলিলুর রহমান পেশায় একজন ড্রাইভার। বিষয়টি লতা স্বাভাবিকভাবে নিতে পারেনি।

মিথ্যে পরিচয়ে প্রতারণা মাধ্যমে বিয়ে করার অভিযোগে গত দুই মাস আগে তার স্বামীকে ডিভোর্স দেন লতা। এ ঘটনায় স্বামী খলিলুর রহমান ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুরের দিকে লতার বাড়িতে এসে ঘরে ঢুকে কথা কাটাকাটি শুরু করে দুজনে। কথা কাটাকাটির একপর্যায়ে খলিলুর তার স্ত্রী লতার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিজের শরীরও আগুন লাগায় সে। এসময় দুজনেই গুরুত্বর অগ্নিদগ্ধ হয়।

পরে এলাকাবাসী আলাদা আলাদাভাবে লতাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল এবং খলিলুরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসকগণ উভয়কেই উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দুইটায় মৃত্যুর কোলে ঢলে পড়ে খলিলুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে নিহত খলিলুর রহমানকে লতার বাড়ির উঠানে অগ্নিদগ্ধ অবস্থায় আজহারী করতে শোনা যায়, ভাই আমার সময় শেষ, আমাকে মাফ করে দিবেন, আমার লাশ আমার বাবা-মাকে দিয়ে দিবেন, লতার লাশের সাথে আমার লাশ মাটি দিবেন অনুরোধ করছি বলতেও শোনা যায়।

সোমবার খলিলুরের ভাই মফিজুর রহমান তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কথা-কাটাকাটির মধ্যে উত্তেজিত হয়ে খলিলুর ও লতা নিজেরাই নিজেদের শরীরে আগুন ধরিয়েছে। আমার ভাইয়ের এমন মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না।’

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান জানান, শরীরের অধিকাংশ স্থানে অগ্নিদগ্ধ অবস্থায় লতা আক্তার নামে একজনকে হাসপাতালে আনা হলে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

সোমবার বিকেলে লতার খালু ফরহাদ হোসেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলামের বরাত দিয়ে জানান, লতার শরীরের ৮০% দগ্ধ রয়েছে। বর্তমানে তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মো: সাফায়েত হোসেন পলাশ জানান, রবিবার স্বামী-স্ত্রী দু’জনেই ঢাকা থেকে রায়পুরার মরজালে লতার বাবার বাড়ীতে আসে। তারা দু’জনে একই ঘরে ছিল। কিন্তু কে কাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।

আহত দুই জনের মধ্যে খলিলুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ