শেখ মানিক: নরসিংদীর শিবপুরে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা'র) আয়োজনে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ কার্যক্রম অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সালিশ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) শিবপুর উপজেলা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) এর প্রধান পরিচালক লিলি জাহান এর সভাপতিত্বে শিবপুর উপজেলার ইনচার্জ রুবি বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানর উদ্বোধন করেন বমসা’র সাধারণ সম্পাদক শেখ রুমানা।
প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ফরিদা ইয়াসমিন।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফরহাদ আলম ভূঁইয়া, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, পৌর কমিশনার সৈয়দ বাদলসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।