• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে কলেজছাত্রী অপহরণের দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার, তিনজন গ্রফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩৯ পিএম
নরসিংদীতে কলেজছাত্রী অপহরণের দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার, তিনজন গ্রফতার
নরসিংদীতে কলেজছাত্রী অপহরণের দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার, তিনজন গ্রফতার

হলধর দাস: নরসিংদীতে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী অপহরণের দের ঘন্টার মধ্যে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানার পুলিশ। উদ্ধার করেছে অপহৃত কলেজ ছাত্রী এবং অপহরণ কাজে ব্যবহৃত একটি কালো মাইক্রোবাস। 

মামলার বিবরণে প্রকাশ,  বুধবার(২০ মার্চ)সকালে কলেজ ছাত্রী তার সহপাঠী বান্ধবীসহ কলেজে যাচ্ছিল।  সকাল ৯টায় নরসিংদী পৌরসভার সামনে পৌছলে অপহরণকারীরা ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে চলে যায়।  সহপাঠী ছাত্রী দ্রুত কলেজের স্যারদের ঘটনাটি জানায়। কলেজের পক্ষ থেকে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীর আহমেদকে বিষয়টি অভিহিত করেন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ তার চৌকস পুলিশ দল নিয়ে অভিযান চালায়। এক পর্যায়ে ট্রাফিক ইন্সপেক্টরের সহযোগিতায় মাধবদী এলাকা থেকে গাড়ি সহ অপহরণ কারীদের আটক করতে সক্ষম হয়। উদ্ধার হয় অপহৃত ছাত্রী। 

অপহরণকারীরা হলো সদর থানার আলোকবালী এলাকার বাসিন্দা মুজিবুর রহমান,ইফরান ও মবিন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, অপহরণের খবর পাওয়ার দেড় ঘন্টার মধ্যে তিন অপহরণকারীসহ কলেজ ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি । তবে যার নির্দেশে/ পরামর্শে অপহরণ করা হয়েছিল সেই আসামী আশিকুর রহমান অনিক পলাতক রয়েছে । থানায় মামলা হয়েছে। আসামীদের কোর্টে চালান করা হয়েছে। মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। অপহরণ কাজে ব্যবহৃত কালো মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ