সিলেটে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে মার্চ মাসকে বরণ করছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রাস্হ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিরা র্যালী ও সমাবেশে অংশ নেন।
-বাসস