• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

চরাঞ্চলে টেঁটাযুদ্ধ বন্ধে মানববন্ধন কর্মসূচি পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ পিএম
চরাঞ্চলে টেঁটাযুদ্ধ বন্ধে মানববন্ধন কর্মসূচি পালিত
মানববন্ধন

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে যুগ যুগ ধরে চলে আসা টেঁটাযুদ্ধ বন্ধ ও নির্মূলের লক্ষ্যে এলাকার সামাজিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। 

শান্তির আহ্বানে প্রতিজ্ঞাবদ্ধ, টেঁটা বল্লম বন্ধ হোক, বিবেকবোধ জাগ্রত হোক' এই স্লোগানে 'ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুব কল্যাণ সংঘ' নামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার চরাঞ্চলের মধ্যনগর এলাকায় সড়কে এ মানববন্ধন হয়।এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনের মাধ্যমে সংগঠনটির কর্তৃপক্ষ ও স্থানীয়রা টেঁটাযুদ্ধ নির্মূলের জন্য জন প্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন মোশাররফ হোসাইন,আল আমিন, জাকির হোসাইন, বাবুল শরিফ, শহিদুল্লাহ, মাসুম নাজমুল শিকদার,আলমগীর হোসেন, আল আমিন চৌধুরী, উমর ফারুক, নূর আলম শরিফুল শামীমসহ সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, উপজেলার চরাঞ্চলে দীর্ঘদিন যাবত চলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলাধীন পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ি, মির্জাচর, চরমধূয়া, চাঁনপুর ইউনিয়নে অর্ধশত বছর ধরা ধরে আধিপত্যকে কেন্দ্র করে টেঁটা সংঘর্ষের কারণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। 

এছাড়া বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসকল ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে সেজন্যই এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছ।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ