শেখ মানিক: নরসিংদীর শিবপুর ইটাখোলা হাইওয়ে থানায় আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ-ডে তে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন (নারায়ণগঞ্জ সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জাহেদর রহমান চৌধুরী।
ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান, খন্দকার এলিছ আহম্মেদ, শিবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ মানিক, জেলা বাস ট্রাক মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির মৃধা, নিরাপদ সড়ক চাই, শিবপুর উপজেলার সভাপতি আবদুল হান্নান মানিক, ইটাখোলা বাজার কমিটির সাধারণ গিয়াসউদ্দিন,, স্থানীয় আওয়ামী নেতা আমজাদ হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন উপস্থিত ছিলেন।