• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৩ এএম
নরসিংদীতে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা
মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সকল সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয়‍্য সরকার বিভাগের উপ পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন শাহ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা সকল সরকারি দপ্তরের প্রধান, অন‍্যান‍্য উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা ও জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এর আগে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এক সরকারি সফরে নরসিংদী সার্কিট হাউসে এসে উঠলে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম তাকে অভ্যর্থনা জানায়।

এসময় জেলা পুলিশের একটি চৌকশ দল বিভাগীয় কমিশনারকে সালাম প্রদান করেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ