• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে আসামি ধরতে গিয়ে কনস্টেবলের মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৩৮ পিএম
পলাশে আসামি ধরতে গিয়ে কনস্টেবলের মৃত্যু
তৌফিকুল ইসলাম

নাসিম আজাদ: নরসিংদীর পলাশে আসামি ধরতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া  গ্রামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে ধরতে গিয়ে শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎ  স্ট্রোক করে তার মৃত্যু হয়। কনস্টেবল তৌফিকুল ইসলাম নেত্রকোণা জেলার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে।

তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন। তথ্যটি নিশ্চিত করে গভীর সমবেদনা জানিয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, বৃহস্পতিবার রাতে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকায় স্পেশাল-৩ রণপাহাড়া ডিউটি করাকালীন সময়ে ভোর  ৪ টা ২৫ মিনিটের দিকে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সাথে গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া  গ্রামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গেলে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট দেখা দেয়।

এসময় তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুল ইসলামকে মৃত ঘোষণা করে। পরে সকাল ১২ টা ৩০ মিনিটের দিকে পলাশ থানা চত্বরে তৌফিকুল ইসলামের জানাজা নামাজ শেষে ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সসে ১ টা ৪৫ মিনিটের দিকে তার ২য় জানাজার নামাজ শেষ করে তৌফিকুল ইসলামের মৃতদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ