• নরসিংদী
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর পাঁচদোনায় জমি নিয়ে সংঘর্ষ : মসজিদ ভাংচুর


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৫ পিএম
নরসিংদীর পাঁচদোনায় জমি নিয়ে সংঘর্ষ : মসজিদ ভাংচুর

মকবুল হোসেন: গত তিন দিন যাবত থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও লুটপাট। যা থেকে বাদ পরেনি মসজিদ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে নাগড়ার হাট ও বেপারী পাড়া এলাকার লোকজনের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মাধবদী থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ দায়েরের পর গতকাল ২৯নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মোঃ কামাল মিয়া গংরা বহিরাগত লোকজন নিয়ে মোঃ হুমায়ুন গংদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় নাগড়ার হাট আল ইকরা জামে মসজিদ এর জানালার গ্লাস ভাংচুর করে মসজিদের  মুসল্লীদের দেওয়া দান বক্স ভেঙে নগদ অর্থ লুটপাট করেছে হামলা কারীরা। নাগরার হাট এলাকার ১০/১৫ বাড়ি ঘর ও দোকানপাট কুপিয়ে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে।

হামলা চলাকালীন এলাকার লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার  সংলগ্ন নাগড়ার হাট রাস্তার শুরু থেকে বেপারী পাড়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতো মধ্যে অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। তাদের এ হামলা থেকে বাদ পড়েনি স্কুল শিক্ষকের  বাড়িও। মাষ্টারের বাড়িতে হামলা চালিয়ে ঘরের ভেড়া কুপিয়ে জিনিসপত্র ভাংচুর করে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

দফায় দফায় হামলার ঘটনায় আতকিং হয়ে গেছে এলাকাবাসী । যেকোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।এলাকাবাসী  এলাকার সাধারণ জনগণ প্রশাসনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ কামনা করছে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ