স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা সরকারি অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির ভবনে “লেডিস ক্লাব নরসিংদী” র কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে লেডিস ক্লাব নরসিংদীর কার্যালয় উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
লেডিস ক্লাব নরসিংদীর সভাপতি রিফাত আখতার'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, নরসিংদী জেলা সরকারি অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী প্রমুখ।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলার জান্নাত রেটিনা'র সঞ্চালনায় এ সময় নরসিংদী জেলা প্রশাসনের সকল উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ অন্যারা উপস্থিত ছিলেন।
লেডিস ক্লাব নরসিংদী গত এক বছরে জেলায় গরিবদের সহযোগীতাসহ বহু সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে আসছেন।