স্টাফ রিপোর্টার: নরসিংদী শহরে এলোপাতারি কুপিয়ে ও গুলি করে রানা আকবর মোল্লা (৩৮) নামের একজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই হামলার ঘটনায় আহত হয়েছে তুষার নামে তার এক সহযোগী। সোমবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া পৌর ইদগাহের পাশে এই ঘটনা ঘটে।
নিহত রানা মোল্লা কাউরিয়াপাড়া মাহল্লার আলী আকবর মোল্লার ছেলে এবং শহর তাঁতীলীগের সাবেক নেতা ছিলেন। আহত তুষার একই এলাকার সাবেক কমিশনার নজরুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রানা মোল্লা এবং তার বন্ধুরা মিলে কাউরিয়াপাড়া ইদগাহের পাশে জিলাপী ক্রয় করছিল। এসময় এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত তাদের উপর হামলা চালায়।
এসময় ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে। এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানা মোল্লাকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত অবস্থায় তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক নিয়ামুল মোস্তাক জানান, খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহ পেয়েছি। এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে, তদন্ত শেষে বলা যাবে।