নরসিংদী প্রতিনিধি: সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ ও নরসিংদী সদর দলিল লেখক সমিতি। গত শুক্রবার সমিতির নেতৃবৃন্দ নরসিংদী সদর দলিল লেখক সমিতির কার্যালয় হতে ত্রাণ সামগ্রী বোঝাই করে ট্রাকযোগে সুনামগঞ্জ বানভাসি মানুষের দিকে সহযোগিতার হাত বাড়াতে ছুটে যান
বাংলাদেশ দলিল লেখক সমিতি ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সভাপতি নুর আলম ভূঁইয়া জানান, সিলেট-সুনামগঞ্জ জেলার বন্যায় আশ্রয়হীন হয়ে পড়া মানুষগুলোর দুঃসময়ের সাথী হতে বাংলাদেশ ও নরসিংদী সদর দলিল লেখক সমিতি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এসময় মোট এক হাজার জন অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণ সামগ্রী মধ্যে ছিল শুকনো খাবার (মুড়ি চিড়া) পানি বিশুদ্ধ করণ টেবলেট, বাতাশা, লাইটার, মোমবাতি ইত্যাদি।
তিনি বলেন, এই ত্রাণ সামগ্রী সুষ্ঠু ভাবে বিতরণ করার জন্য আমি সহ নরসিংদী সদর দলিল লেখক সমিতির নেতৃত্বে একটি প্রতিনিধি টিম সুনামগঞ্জে উপস্থিত হই। অভুক্ত বানভাসী মুখে এতোটুকু খাবার তুলে দিতে আমরা মানুষের হাতে হাতে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেই।