বেলাব প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোরিকশার দুই জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ অপর এক যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার চর লতিফপুর পুড়াদিয়া-আগরপুর আঞ্চলিক সড়কে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫৭) এবং একই গ্রামের মধ্যপাড়া এলাকার ছন্দু মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৪৫)। তাঁদের মধ্যে মোস্তফা মিয়া কৃষি শ্রমিক ও মুরশিদ মিয়া প্রবাস ফেরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ছয়টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের আগরপুর থেকে ওই সড়ক ধরে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে বেলাব উপজেলার পুড়াদিয়া বাজারের দিকে যাচ্ছিল। চর লতিফপুর এলাকায় পৌঁছার পরপরই একটি গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়ে ওই গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মোস্তফা মিয়া নামে একজনের মৃত্যু হয় এবং মুরশিদ মিয়া নামে অপর একজনের শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর পর লোকজন আসার আগেই ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়।
এদিয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরশিদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে এবং অন্য দুজনকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের বাজিতপুরের একটি হাসপাতালে পাঠান। দূর্ঘটনার খবর পেয়ে বেলাব থানা সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত মোস্তফা মিয়ার নিথর দেহ উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে মুরশিদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন জানান, ‘সড়ক দুর্ঘটনার শিকার মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর কোমর থেকে কাঁধ পর্যন্ত শরীরের একপাশ থেঁতলে গিয়েছিল। তাঁর মরদেহ আমরা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছি।’
নিহত মোস্তুফা মিয়ার ছেলে নাদির হোসেন জানান, তার বাবা কৃষিকাজের দিনমজুর ছিলেন। প্রতিদিন ভোরে পুড়াদিয়া বাজারে গিয়ে তিনি কাজের সন্ধান করতেন। শনিবার ভোরে সেহরী খেয়ে কাজ খুঁজতে অটোরিকশা যোগে পুড়াদিয়া বাজারে যাবার পথে গাড়ি চাপা তার মৃত্যু হয়। যেহেতু এটি একটি দূঘর্টনা, তাই এঘটনায় আমাদের কোন অভিযোগ নেই, মরদেহ কাটাছেঁড়া হোক আমরা তা চাননা।
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমেদ জানান, ভাগলপুর হাসপাতাল থেকে মুরশিদ মিয়াকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তাঁর লাশ নিয়ে স্বজনরা বাড়ির পথে রওয়ানা দিয়েছে। সৌদী প্রবাসী মুরশিদ মিয়া মাত্র দুই মাস আগে দেশে ফিরে আসে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গাড়ির চাপায় নিহত মোস্তুফা মিয়ার স্বজনরা হাসপাতালে এসে মরদেহ সনাক্ত করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই ঘটনায় একহাত বিচ্ছিন্ন হয়ে মুরশিদ মিয়া নামের অপর এক ব্যক্তি নিহত হয়েছে।