হলধর দাস: নরসিংদী শহরস্থ ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হেমায়েত হোসেন (৫৬) আর নেই। তিনি রোববার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।
তিনি দীর্ঘ দিন যাবৎ কিডনিজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শোভাকাঙ্খী রেখে গেছেন।
বাদ যোহর তার কর্মস্থল ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা আতাউর রহমান ভূইয়া, রঞ্জিত কুমার সাহা।
নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা প্রচার সম্পাদক হলধর দাস, নরসিংদী আইডিয়াল হই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, শিক্ষক নেতা মাছুম বিল্লাহ, রঞ্জিত কুমার দেবনাথ মানবাধিকার কর্মী প্রধান শিক্ষক কামরুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনস্থ নিজ এলাকায় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।