• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

দুরন্ত পলাশের ‘ক্যারিয়ার আড্ডা’ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০২ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫২ এএম
দুরন্ত পলাশের ‘ক্যারিয়ার আড্ডা’ 
‘ক্যারিয়ার আড্ডা’ 

নাসিম আজাদ : নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন  দুরন্ত পলাশের উদ্যোগে ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) বিকেলে  উপজেলার ডাংগা হাইস্কুলের পাঠাগারে উক্ত ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন নরসিংদী পাবলিক কলেজের পরিচালক জনাব আবদুল গাফফার, সুপ্রীম কোর্টের আইনজীবী মুন্সী আবদুল আলিম, বিশিষ্ট ব্যাংকার মুনিম শাহরিয়ার, আবদুল বাতেন,  সংগঠনটির সভাপতি ও বহুজাতিক শিপিং কোম্পানীর নির্বাহী পরিচালক সোহরাব হোসেন রোকন,  অনলাইন নিউজ পোর্টাল জুম বাংলার পরিচালক আরিফ মিয়া সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আলোচকগণ ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। বিসিএস ও বহুজাতিক কোম্পানীসহ বিভিন্ন চাকুরীর পরীক্ষার জন্য কিভাবে পড়ালেখা করলে, সময়কে কিভাবে ব্যবহার করলে সফলতা পাওয়া যায় সে বিষয়ে বিষদ আলোচনা করেন তারা।

 অনুষ্ঠানে আলোচকগণ প্রতিটি মানুষের কর্মক্ষেত্রে যোগদানের পূর্বে নিজেকে যোগ্য করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মক্ষেত্রে হতাশা নয়, সততার সাথে কাজ করলে সাফল্য আসবেই। ভবিষ্যত পরিকল্পনা থাকতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা যদি সঠিক হয় তাহলে শিক্ষাজীবন শেষে কর্মজীবনে অবশ্যই সফলতা আসবে বলে আলোচকগণ বলেন। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ