নাসিম আজাদ: নরসিংদীর পলাশে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ ও মৎস্য অফিসার মোঃ রবিউল আলম প্রমুখ।
অনুষ্ঠান বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর রচনা প্রতিযোগিতা,জানা অজানা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে উপজেলা চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জাগো নরসিংদী/প্রতিনিধি