• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরাতে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৩ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
রায়পুরাতে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে 
পুড়ে যাওয়া মাদ্রাসা ঘর

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের মাদরাসাতুত তাওহীদ বেগমাদবাদ মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার তিনটি টিনের ঘর আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টা চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঘরসহ আসবাপত্র ভস্মীভূত হয়ে যায়। এতে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান মাদ্রাসার প্রিন্সিপাল মো. হাবিবুর রহমান। 

মাদ্রাসার প্রিন্সিপাল জানান, শীতের কারণে টিনের ঘর থেকে শিক্ষার্থীদের সরিয়ে পাশের বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এর পর থেকে ঘরগুলো ফাঁকাই ছিল। সেখানে চাল, ডাল, জ্বালানি কাঠসহ আসবাপত্র পুড়ে গেছে। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন রায়পুরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ।

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম

​​

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ