• নরসিংদী
  • শুক্রবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী-৩ : স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেন আ. লীগ নেতারা! 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৫ পিএম
নরসিংদী-৩ : স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেন আ. লীগ নেতারা! 

স্টাফ রিপোর্টার: নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা না চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন আওয়ামী লীগের  কতিপয় নেতারা। ফলে ভোটারদের মধ্যে নানা কানাঘুষা শুরু হয়েছে। এতে নৌকা প্রার্থীও বিব্রতকর অবস্থায় পড়েছেন। 

যারা প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা হলেন, শিবপুর উপজেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই মাস্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর এবং যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়া গোপনে ও কৌশলে আরো একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন বলে জানিয়েছেন একটি সূত্র। 

এ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান (নৌকা)। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা (ঈগল), জাতীয় পার্টি থেকে এসএম জাহাঙ্গীর পাঠান (লাঙ্গল), গণ ফোরামের মো. মাহফুজুল রহমান (উদীয়মান সূর্য) বাংলাদেশ সুপ্রিম পার্টির মিরানা জাফরিন চৌধুরী (একতারা) , ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ নুরুজ্জামান (মিনার), তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মন (সোনালী আঁশ) এবং ন্যাশনাল পিপলস পার্টির ডা. মো: আলতাফ হোসেন (আম)।

জানা গেছে, শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নৌকা প্রতীকের ফজলে রাব্বি খানের বিপরীতে শক্ত অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। তিনি যদি নির্বাচন না করতেন তাহলে খুব সহজেই বিজয়ী হতে পারতেন নৌকা প্রতীকের ফজলে রাব্বি খান। কারণ তার সাথে অন্য আর কোন প্রার্থী নির্বাচনী বৈতরণী পার হওয়া খুব কঠিন ছিল। তার বাবা শহীদ রবিউল আউয়াল খান কিরণ ছিলেন এই আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামীলীগ নেতা। এছাড়া তার চাচা দুর্বৃত্তদের গুলিতে নিহত  হারুনুর রশিদ খান শিবপুর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।

আর এসব কারণেই অন্যসব হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদেরকে নৌকার মনোনয়ন না দিয়ে দলের হাই কমান্ড নৌকা প্রতীক দিয়েছেন অপেক্ষাকৃত কম পরিচিত ফজলে রাব্বি খানকে। 

নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এ আসনে লড়াই হবে নৌকা ও ঈগল পাখি প্রতীকের মধ্যে। মোট কথা, এই নির্বাচন হবে স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার অগ্নিপরীক্ষা। কারণ, তিনি সাবেক এমপি এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। তাছাড়া নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নৌকা প্রতীকের ভোটার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন নৌকার মাঝি ফজলে রাব্বি খান। 

গত ১৮ ডিসেম্বরে প্রতীক বরাদ্দের পর থেকে স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে নৌকার জয়ের লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফজলে রাব্বি খান। শেষ পর্যন্ত নৌকা প্রতীকই বিজয়ী হবে বলে জানিয়েছেন তিনি। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ