• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৫৩ পিএম
রায়পুরায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পুরনো ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় মাইক্রোবাস চাপায় সাইফুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও দুইজন।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ভিটিমরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মুন্সীগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের ভিটিমরজাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় আহত হন মাইক্রোবাসে থাকা একযাত্রীসহ দুই মোটরসাইকেল আরোহী।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে সাইফুল ইসলাম নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো: মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, 'দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পথে একজন মারা যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ