নাসিম আজাদ: নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের গলাকাটা ও পেটফাড়া নাড়িভূড়ি বের করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামের হাড়িদোয়া পারে বালুরঘাতা নামক স্থানের ঝোপঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হতে পারে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছেন, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামের বালুরঘাতা নামক স্থানের একটি ঝোপঝাড়ের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর নিহত ব্যক্তির গলা ও পেট ফেঁড়ে নাড়িভুড়ি বের করে দিয়েছে ঘাতকরা।
লাশের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, 'এটি একটি ক্লুলেস মার্ডার। ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে ।'