• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলা পরিষদ নির্বাচন : আওয়ামীলীগ প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:০৬ পিএম
নরসিংদী জেলা পরিষদ নির্বাচন : আওয়ামীলীগ প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা 
মতবিনিময় সভা 

হলধর দাস: আসন্ন নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা'র "কাপ পিরিচ" প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা  বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) নরসিংদী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলার সকল উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের সমন্বয়ে জেলা আওয়ামিলীগ আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত  সভাপতি জি এম তালেব হোসেন।

জেলা আওয়ামিলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী সভা সঞ্চালনা করেন।  

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য নরসিংদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশীদ খাঁন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা,  উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আঃ বারেক,  মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশীদ সুজন,রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, রায়পুরার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইমাম উদ্দিন ভূঁইয়া, শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিমউদ্দীন ও সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন  বীরু,বেলাব উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার,শিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান তাপসি রাবেয়া, মাধবদী থানা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম, আ'লীগ নেতা ফেরদৌস কামাল,সেচ্ছ্বাসেবক লীগ নেতা দ্বীন মোহাম্মদ দীপু প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন- আগামী সংসদ নির্বাচনের আগে জেলা পরিষদ নির্বাচন আমাদের জন্য সংশোধনের একটা সুযোগ। এটা আমাদের অগ্নি পরীক্ষা, দলের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগে  ভুল করে যারা হলুদ কার্ড পেয়েছেন, তারা এবার ভুল করলে কিন্তু লাল কার্ড পাবেন। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ