শরীফ ইকবাল রাসেল: গ্রাম পর্যায় থেকে যারা বিদেশে যান তাদের অধিকাংশই স্বাক্ষর সম্পন্ন। যারফলে তাদের অনেকেই না পড়ে কন্টাক্ট ফরম স্বাক্ষর করেন। এরফলে বিদেশে গিয়ে প্রতারনাসহ বিভিন্ন হয়রানীর শিকার হতে হয়। তাই একটি শক্তিশালী মাধ্যম প্রয়োজন যাদের হাত ছাড়া বিদেশে যাওয়া যাবেনা। আর তারা প্রকৃত কাগজপত্র যাচাই বাছাই শেষেই তাদের বিদেশে যেতে অনুমতি দিতে পারেন। তবেই বিদেশ যাত্রীদের অধের্ক হয়রানী বন্ধ হবে।
নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোল্যা সাইফুল আলম একথা বলেন। রোববার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এক কর্শালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সমিতির সভানেত্রী এড. সালমা আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এনামুল হক, সমিতির প্যানেল আইনজীবী এড. ফেরদৌস নিগার, ভূক্তভোগী, আইনজীবী ও সাংবাদিকরা।