• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

সিলেটে ত্রাণ সামগ্রী বিতরণে পলাশের স্বেচ্ছাসেবী সংগঠন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৩৭ পিএম
সিলেটে ত্রাণ সামগ্রী বিতরণে পলাশের স্বেচ্ছাসেবী সংগঠন 
ত্রাণ সামগ্রী বিতরণ  

নাসিম আজাদ: স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট মৌলভীবাজার জেলার  বন্যাকবলিত কুলাউড়া উপজেলার মিরশংকর,শাহপুর, রাজাপুরসহ বিভিন্ন এলাকায় বানভাসি অসহায় মানুষের মাঝে দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ শেষে নরসিংদীর পলাশে ফিরলেন স্বেচ্ছাসেবীরা।

এর আগে (২৪ জুন) শুক্রবার রাতে পলাশ থেকে ৪টি পিকাপে ত্রাণ সামগ্রী বোঝাই করে সিলেট মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন হারুনুর রশিদ ফাউন্ডেশন পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন "মানবতার কাজ"এর সদস্যরা। 

শনিবার (২৫ জুন) সকাল থেকে দিনব্যাপী বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন,সংগঠনের সভাপতি মোঃ সোহেল ভুঁইয়া, দুবাই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক হারুনুর রশিদের বড়ো ভাই হিরণ মিয়া,সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য নাজমুল খন্দকার আবিদ, আশিক পাঠান,কমল মিয়া,নাসিম মির্জাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।  

উল্লেখযোগ্য ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া মুড়ি, গুড়,পানি, বিস্কুট ওরস্যালাইন,ওষুধসহ বিভিন্ন    সামগ্রী।

এব্যাপারে সংগঠনের সভাপতি মোঃ সোহেল ভুঁইয়া জানান, এখানকার বানভাসি মানুষ মানবেতর জীবনযাপন করছে, তারা ঠিকমতো খাবার পাচ্ছেনা, সুপেয় পানির অভাব, আমরা ত্রাণ সামগ্রী যা এনেছিলাম বিতরণ করেছি, নগদ অর্থও বিতরণ করেছি। দেশের সকল  স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি অনুরোধ রইল এই এলাকাগুলোর দিকে যেন বিশেষ নজর রাখেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা দুবাই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোঃ হারুনুর রশিদ জানিয়েছেন, 'আমাদের এই ধরণের মানবিক কাজ অব্যাহত থাকবে।'

 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ