নাসিম আজাদ: নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নতুনপাড়া গ্রামের কিরন মিয়ার মেয়ে।
নিহত শিশুর চাচা হারুন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ শনিবার সকালে পাশের বাড়ির দুই শিশুর সাথে খেলতে যায় মরিয়ম। খেলার এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ দৃশ্য দেখে সাথে থাকা শিশুরা বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশু মরিয়মক উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, শিশুটিকে তার বাবা হাসাপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে।
পলাশ থানার এসআই (উপপরিদর্শক) আজাদ হোসেন জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুর খবর এখনও জানতে পারিনি। আমরা খবর পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।