• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০৭ পিএম
নরসিংদীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান

হলধর দাস: "শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা" এবং " ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই দুই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। 

বুধবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, নরসিংদী যৌথভাবে এবং জেলা গার্ল গাইডস এসোসিয়েশন  আলোচনা সভা,
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য রেলীর আয়োজন করে। 
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে সকাল ১০টায় নরসিংদী সাকির্ট হাউজ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে।

এসময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফা মনোয়ার, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর, নরসিংদীর উপ-পরিচালক সেলিনা আক্তার ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ। 

র‌্যালী শেষে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, মহিলা অধিদপ্তর এর সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, জাতীয় মহিলা পরিষদ নরসিংদীর চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী, নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাশফিকা হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক সেলিনা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মস্তোফা মনোয়ার। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী সদর হাসপাতালের ওসিসি এর প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম। 

নরসিংদী সরকারি কলেজ মিলনায়তনে জেলা গার্ল গাইডস এসোসিয়েশন আয়োজিত  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দীন ভূঞা। 

গার্ল গাইডস লিডার তাহমিনা ফেরদৌসীর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আবদুল হালিম ভূঞা,সহকারী অধ্যাপক তন্দ্রা বিশ্বাস বীথি,সিনিয়র শিক্ষক আলিয়া বেগম, গার্লগাইডস সদস্য নুসরাত জাহান পুষ্পিতা, মালিহা মতিউর, মারিশা প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপন করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী পারমিতা ও মানহাত।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের গার্ল গাইডস সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান,কবিতা আকৃতি করে। পরে একটি বর্ণাঢ্য রেলী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া, বিকেলে নবধারা প্রি-স্কুল প্রাঙ্গনে অপরাজিতা ও ধ্রুবতারার যৌথ আয়োজনে আলোচনা সভা হয়।প্রধান আলোচক ছিলেন অপরাজিতার  সভাপতি কামরুন্নেছা।

বক্তব্য রাখেন, মোতাহার হোসেন অনিক,মনজিল এ মিল্লাত, কাউন্সিলর রুমানা ফেরদৌসি,দেলোয়ারা বেগম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান। 

আলোচনা সভা সমূহে বক্তারা বলেন, আমাদের নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে আছে। পড়ালেখায় বিভিন্ন পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। সকলের সহযোগিতা পেলে তথ্য প্রযুক্তিতেও মেয়েরা এগিয়ে যাবে। তবে বাল্যবিবাহ রোধে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে। আমাদের নারীরা সংসার থেকে শুরু করে সর্বক্ষেত্রে কঠিন দায়িত্ব পালন করছেন। 

জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার

 

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ