রায়পুরা প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর এক জনসভা থেকে নৌকার প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপিকে নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে কটাক্ষ ও কটূক্তিকর মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা সেক্টর কমান্ডার ফোরাম ৭১, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা প্রিতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান ও চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল, মাহমুদা আক্তার ডলি, আব্দুল হালিম, কামাল উদ্দিন সবুজ, চেয়ারম্যান মঞ্জুর এলাহী প্রমুখ।