স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) নরসিংদী জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করে।
প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট ও বাড়ি-ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা।
সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া সকাল সাড়ে ৮টায় মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। নরসিংদী ছেলেদের তৈরি অক্টোকপ্টার নামে ৮টি বাহু বিশিষ্ট বোন ক্যামেরা মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে তা পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করে। পরে প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রসাশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার ৬ টি উপজেলায় অনুরূপ কর্মসূচী পালন করা হয়।
এছাড়াও নরসিংদী জেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।