• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশ থানা সেন্ট্রাল কলেজে উপহার প্রদান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৫৯ পিএম
পলাশ থানা সেন্ট্রাল কলেজে উপহার প্রদান
চাবি হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশের পারুলিয়া মোড়ে প্রতিষ্ঠিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার মান ও সুশৃঙ্খল পরিবেশ দেখে মুগ্ধ হয়ে কলেজে একটি করে আলমিরা উপহার দিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: আমান উল্লাহ ভূঁইয়া (হিরন) এবং পারুলিয়া মোড়ে প্রতিষ্ঠিত এসএম শরিফ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক এসএম শরিফ।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজীর হাতে চাবি হস্তান্তরের মাধ্যমে এই উপহার তুলে দেয়া হয়। 

এসময় আমান উল্লাহ ভূইয়া (হিরন) বলেন, শিক্ষা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, যদিও কেউ কেউ এটিকে ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালাচ্ছে। কিন্তু প্রত্যান্ত গ্রামাঞ্চলে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা খুবই কঠিন কাজ। তাই এই প্রতিষ্ঠানগুলোকে সামাজিকভাবে সহযোগিতা করা প্রয়োজন।

এরই অংশ হিসেবে কলেজে সামান্য উপহারের মাধ্যমে অন্যরা যাতে উৎসাহিত হয় তার জন্যই এই উদ্যোগ। গ্রহণ করে অধ্যক্ষ আমীর হোসেন গাজী তাদের কৃতজ্ঞতা জানান এবং অন্যান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল হক সুমন, রফিকুল ইসলাম স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ