• নরসিংদী
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে সাপ ভেবে নবজাতক সন্তানকে হত্যা করলেন মা!


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৭ পিএম
পলাশে সাপ ভেবে নবজাতক সন্তানকে হত্যা করলেন মা!
পলাশ থানা

নাসিম আজাদ: নরসিংদীর পলাশে ২৪ দিনের এক নবজাতক সন্তানকে সাপ ভেবে ডোবায় ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ অক্টোবর)  বিকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নবজাতকের নাম ইউসুফ মিয়া। সে কেন্দুয়াব গ্রামের মহসিন মিয়ার ছেলে। এই ঘটনায় অভিযুক্ত মা তানিয়া বেগমকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, তানিয়া বেগম দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, তানিয়া বেগম গর্ভধারণের পর থেকে পেটে সাপ রয়েছে বলে আতংকে থাকতেন। গর্ভধারণের সাত মাসের মাথায় আল্ট্রাসনোগ্রাম করে পুত্র সন্তানের কথা জানতে পারেন পরিবার।

এরপরও পেটে সাপ আতংক কাটেনি তানিয়া বেগমের। ২৪ দিন আগে হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেয় তানিয়া বেগম। সন্তান জন্মের পরও নিজের সন্তানকে 'সাপ, সাপ' বলে আতংকিত হয়ে উঠেন তানিয়া।

মঙ্গলবার বিকালে একইভাবে আতংকিত হয়ে নিজের নবজাতক সন্তানকে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে বাড়িতে ফিরে সাপ ফেলে দিয়ে আসছেন বলে স্বজনদের জানায়। এরপর স্বজনরা ডোবা থেকে ওই নবজাতককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

তানিয়া বেগমের স্বামী মহসিন মিয়া জানান, গর্ভধারণের পর থেকে হঠাৎ করে তানিয়া তার পেটে সাপ রয়েছে বলে আতংকিত থাকতো। ৭ মাসের মাথায় আল্ট্রাসনোগ্রাম করে পুত্র সন্তানের বিষয়ে অবগত হই। ২৪ দিন আগে সিজারিয়ান অস্ত্রোপাচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয় তানিয়া। এরপরও সে সন্তানকে সাপ সাপ বলে আতংকিত থাকতো। মানসিক সমস্যার কারণে তানিয়া বেগমকে একাধিকবার ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার বলেছিলেন তার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। কিন্তু সে যে এমন ঘটনা ঘটাবে তা ভাবিনি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তানিয়া বেগমকে আটক করা হয়েছে। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ