• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

কাচ্চি বিরিয়ানিতে সিগারেটের ফিল্টার : ছয় হাজার টাকা জরিমানা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০২ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩০ পিএম
কাচ্চি বিরিয়ানিতে সিগারেটের ফিল্টার : ছয় হাজার টাকা জরিমানা 
লোগো

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে একটি রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানীর প্লেটে সিগারেটের ফিল্টার পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত মঙ্গলবার নরসিংদী ভোক্তা অধিকার কার্যালয়ে শুনানি শেষে অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারকে এই জরিমানা করা হয়। এর আগে সাইফুল নামে একজন  ভোক্তা অধিকারে এই অভিযোগ করেন।

বুধবার (২ নভেম্বর) ভোক্তা অধিকার নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, শহরের সার্কিট হাউস সংলগ্ন অরবিট রেস্টুরেন্ট উইথপার্টি সেন্টারে গত ৪ অক্টোবর সাইফুল ইসলাম নামে একজন গ্রাহক খাবার খেতে যায়।

এসময় ওই গ্রাহক অরবিট রেস্টুরেন্ট এর কর্মচারীকে কাচ্চি বিরানী ও হাফ লিটার পানির অর্ডার করেন। পরে রেস্টুরেন্টের কর্মচারী যথাযথভাবে খাবার পরিবেশন করেন। সাইফুল ইসলাম কাচ্চি বিরিয়ানী খাবার সময় প্লেটের ভেতর সিগারেটের নিম্ন অংশ (ফিল্টার) দেখতে পায়। এই ঘটনার পর সাইফুল ইসলাম নরসিংদী ভোক্তা অধিকার কার্যালয়ে উপস্থিত হয়ে অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার নরসিংদী ভোক্তা অধিকার কার্যালয়ে শুনানি হয়। শুনানি শেষে অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, 'খাদ্যে ভেজাল পাওয়ায় অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারকে জরিমানার আওতায় এনে সঠিক নিয়মে রেস্টুরেন্ট চালানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ