• নরসিংদী
  • বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

২৫ মার্চকে গণহত্যা দিবস দাবি নরসিংদীর মুক্তিযোদ্ধাদের


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম
২৫ মার্চকে গণহত্যা দিবস দাবি নরসিংদীর মুক্তিযোদ্ধাদের
আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: ১৯৭১ সালের ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন নরসিংদীর মুক্তিযোদ্ধাগণ। 

শনিবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে এক আলোচনা সভায় এমন দাবি জানান মুক্তিযোদ্ধাগণ।

এসময় মুক্তিযোদ্ধাগণ বলেন, পাকিস্তানী দখলদার বাহিনী এই দিন থেকেই (১৯৭১ সালের ২৫ মার্চ) হত্যাযজ্ঞ শুরু করে। আমরা ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই। 

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালায়। তারা নয় মাস ধরে হত্যাকা- চালিয়ে ৩০ লাখ মানুষকে হত্যা এবং ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়ায় আরও ৩ কোটি মানুষ গৃহহীন হয়ে পড়ে।
৩ কোটি মানুষ গৃহহীন হয়ে পড়ে ও ১ কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্র গ্রহন করে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংসস্তুপ থেকেই রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে গড়ে তুলেছিলেন।

আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় স্থানীয় সরকার উপ পরিচালক মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: মিজানুর রহমান বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জাগো নরসিংদী/রাসেল 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ